উপাধ্যক্ষ মহোদয়ের বানী
তথ্য প্রযুক্তির মাধ্যমে বিশ্ব আজ আমাদের আপন মুঠোয় দৃশ্যমান। মানুষ তার শত ব্যস্ততার পর এগিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করে। সেই সুবাদে বিশ্বায়নের যে কোন প্রান্তে যোগাযোগের মাধ্যম হচ্ছে প্রাতিষ্ঠানিক একটি ‘ওয়েব সাইট’।
সেখানে সন্নিবেশিত থাকবে প্রতিষ্ঠানের অতীত-বর্তমান, ছোট-বড় প্রয়োজনীয় সব তথ্য। স্ব-স্ব প্রতিষ্ঠান/সংস্থা একে অপরের সেতু বন্ধন হিসেবে তথ্য বিনিময়ের কাজ করবে।
আমি আশাকরি অত্র প্রতিষ্ঠানের ‘ডাইনামিক ওয়েব সাইট’ টি সব স্তরের চাহিদা পূরণে কার্যকর হবে। কলেজের পূর্ণাঙ্গ ‘ওয়েব সাইট’ বাস্তবায়ন করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন তাঁদের সহ যারা ‘ওয়েব সাইটি ভিজিট করবেন তাঁদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।
নাম | এস এম মোজাফ্ফর হোসেন |
পিতা | এস এম আছফার আলী |
মাতা | জুমিলা বেগম |
পদবী | অধ্যাপক (অর্থনীতি) |
প্রথম যোগদান | ২৫/০১/১৯৯৯ খ্রি. |
আইডি নং | ০০০০৯৮০৭ |
জন্মতারিখ | ১৫/১০/১৯৭১ খ্রি. |
স্থায়ী ঠিকানা | গ্রাম: জোলাপাড়া, ডাকঘর: নাজিরপুর, উপজেলা: বদলগাছী, জেলা: নওগাঁ |
মোবাইল নং | ০১৭১২-৭২২১৬৩ |
ধর্ম | ইসলাম |
লিঙ্গ | পুরুষ |
জাতীয় পরিচয় পত্র নং | ৪৯২৫২০৭১৩১৪৩৮/২৮০৪৩১১৩৫ |
রক্তের গ্রুপ | বি+ |