কলেজ তথ্য

নওগাঁ সরকারি কলেজের সংক্ষিপ্ত ইতিহাস

নওগাঁ সরকারি কলেজের জন্মবেদনা সূচিত হয় ১৯৫৯ খ্রি:। তৎকালীন মহকুমা প্রশাসক জনাব আব্দুল বাতেন ই.সি.পি.এস.নওগাঁ শহরের উত্তর প্রান্তে এই কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কলেজের পরিকল্পনা বাস্তবায়িত হয় অক্লান্তকর্মী মহকুমা প্রশাসক আব্দুর রব চৌধুরীর প্রচেষ্টায়। ১৯৬২ খ্রি: স্থানীয় জনসাধারণের অর্থানুকূল্যে ৩ বছর মেয়াদী স্নাতক কোর্সের ভিত্তিতে একটি ডিগ্রী কলেজ প্রতিষ্ঠিত হয়। কিন্তু ছাত্র সমাজের দাবির প্রেক্ষিতে সরকার কর্তৃক স্নাতক কোর্সটি ৩ বছর করার পরিকল্পনা কিছুদিনের মধ্যেই বাতিল হয় এবং এর কিছু পরে এর সঙ্গে যুক্ত হয় ইন্টারমিডিয়েট কোর্স। ১৯৮০ খ্রি: তে বি.এম.সি. কলেজসহ ডিগ্রী কলেজকে যৌথভাবে সরকার আত্তীকরণ করে; এর বর্তমান নাম নওগাঁ সরকারি কলেজ। ১৯৯৬ খ্রি: নওগাঁ সরকারি কলেজে প্রথম ১০ টি বিষয়ে অনার্স ও ৯টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু হয়। এর আয়তন- ১১ একর।